Learn SEO with Lutfor Rahman এর ষষ্ট পর্বে আপনাকে স্বাগতম। পুর্বের পোষ্টে আমারা কিওয়ার্ড ধারণা ও তার বিপরীতে ট্রাফিক অনুমান পেতে ওয়ার্ড প্লানার (Keyword Planner)ব্যবহার সম্পর্কে জেনে ছিলাম। আজ জানবো এর ব্যাবহারিক। মানে ব্যবহার পদ্ধতি।
কি ওয়ার্ড রিসার্চের এই পর্বে যা যা থাকছে
- কি-ওয়ার্ড প্লানারএর ব্যবহার
- ভাল কিওয়ার্ড বা মুলশব্দ বাছাই করা
চলুন এবার মুল পোষ্টে যাই । প্রথমে কি-ওয়ার্ড প্লানার এ লগ ইন বা সাইন ইন করুন। তাহলে নিচের মত একটি ছবি দেখতে পাবেন । নিচের ছবি টা ভাল মত লক্ষ করুন ।
ছবিটিতে লাল-বক্স বেষ্টিত Search for new Keyword and group ideas এ ক্লিক করুন। টা হলে নিচের ছবির মত একটি পেজ খুলবে ।
এই বক্সে আপনি তৃতীয় বন্ধনীর [ ] মধ্যে আপনি যে বিষয়ে পোস্ট লিখতে চাচ্ছেন তার মুল শব্দ গুল লিখুন। একাধিক শব্দ লিখতে চাইলে দুটো শব্দের মধ্যে কমা , ব্যবহার করুন । যেমনঃ [ Bangla news, Bangla Newspaper,Bd newspaper,Bd Potrika]
আমরা উপরের কি সমূহ নিয়ে সার্চ দিলাম ।(ক্লিক GET ideas) এবার এর সুক্ষ গবেষণা করতে হবে । যাতে সবচেয়ে ভাল কিওয়ার্ড বাছতে হবে।
ভাল ফল পেতে নিচের ফিল্টার গুল ব্যবহার করুন। ছবি টা লক্ষ করুন ডানে । ওখান থেকে Exact Match এর পাশের টিক বক্সে টিক দিন
এবং উপরের থেকে Keyword Ideas এ ক্লিক করুন।
নিচের ছবি টা লক্ষ করুন ।
এবার আপনি কী-ওয়ার্ড পছন্ধ করুন । কম প্রতিযোগিতা কিন্তু বেশি Average Monty Search যুক্ত কী-ওয়ার্ড বাছাই করা বাঞ্ছনীয় । আপনি আপনার প্রয়োজন মত ৭-১০ টি কী-ওয়ার্ড বা তার বেশি কি তালিকা করে রাখুন । এভাবে একি টপিক্স নিয়ে বিভিন্ন ভাবে সার্চ দিয়ে কি নথিভুক্ত করুন ।
পোস্ট লিখার সময় কী-ওয়ার্ড সমূহ থেকে উত্তম ও সবচেয়ে রিলেটেড কি শব্দ ব্যবহার করুন । আজে বাজে ভাবে যত্র তত্র কি শব্দ ব্যবহার করবেন না । উপযুক্ত স্থানে ব্যবহার করুন ।
কী-ওয়ার্ড ব্যবহার করে কি ভাবে পোস্ট লিখতে হয় সেটা নিয়ে পরবর্তী পোস্ট হবে । সে পর্যন্ত ভাল থাকবেন ।
আল্লাহ হাপেজ ।