no image

ইমেইল মার্কেটিং, সেল বা বিক্রয় বৃদ্বিতে গুরুত্বপূর্ণ অংশ। এটি গ্রাহকদের ইমেল পাঠানোর একটি অত্যন্ত কার্যকর ডিজিটাল মার্কেটিং কৌশল। 

ইমেইল মার্কেটিং কি | What is Email Marketing?

ইমেইল মার্কেটিং (email marketing) হলো ইমেইল প্লাটফর্ম ব্যবহার করে লিড জেনারেশন (lead generation) প্রক্রিয়া। সাধারণত, এর মাধ্যমে কোনো মেসেজ (message) সম্ভাব্য ক্রেতা বা ভিজিটর এর ইমেইলে পাঠানো হয়। 


থামুন,

কাকে ইমেইল করবেন? আর কেনই বা করবেন? অর্থাৎ, আপনার ডিজিটাল সার্ভিস, ইকমার্স বা ব্লগের জন্য কাদের মেইল করবেন। শুধু শুধু ইমেইল পাঠিয়ে তো আর লাভ হয় না। টার্গেটেড মানুষের কাছে বার্তা পৌঁছালেই না, সেল হবার একটা সুযোগ থাকে। 

টার্গেটেড ইমেল কিভাবে পাব?

ধুর, আপনি ভাবলেন কিভাবে এত সহজে আমি সব বলে দিব। একটু অপেক্ষা করতে হবে। পরে একটি সম্পূর্ণ গাইড লিখব (লিংকডিন সেলস ন্যাভিগেটর সহ) এটা নিয়ে। যদি আপনারা চান। তবে কমেন্ট করে জানাতে হবে। 

সাধারণত, সোশাল মাধ্যম যেমন লিংকডিন, নিস রিলেভেন্ট ফোরাম, ব্লগ থকে ইমেল পাওয়া যায়। তবে, আপনার ব্লগ বা ওয়েবসাইট এর সাবস্ক্রবার থকে সবচেয়ে ভাল ফল আশা করতে পারেন। 

এই পোস্টে আমারা ইমেল মার্কেটিং এর সাধারণ ধারনার মাঝে সীমাবদ্ধ থাকবো। 

বর্তমান সময়ে  ইমেল মার্কেটিং এর অবস্থাঃ

এখনকার দিনে, বাংলার মানুষ ইমেল মার্কেটিং কে সিপিয়ে মার্কেটিং এর আডাল্ট লিংক সেন্ড বুঝে। 

তবেঁ, এটা একটা মজা ছিল,  

আপনকে জানতে হবে কিভাবে, ইমেল দিয়ে অন্য মাধ্যমের ক্লাইন্ট পাওয়া সম্ভব।  ছোট ও মাঝারি বাব্যসায় ইমেল মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। সাধারানত, আপনি সার্ভিস বা পণ্য বিক্রি করতে চাইলে লং- টার্ম প্লান করতে হবে। 

ডিজিটাল মার্কেটিং এর প্রাণ কন্টেন্ট মার্কেটিং এর সাথে সম্পর্কযুক্ত। কারণ নিজের মেইল এর ইনবক্স দেখুন, ব্রান্ড কেউ না চিনলে / প্রয়োজন না থাকলে / হেডিং পছন্দ না হলে, কয়টি ইমেল আপনি পরেছেন? 

প্রশ্নটা আমাকে করলে- উত্তরটা হবে শূন্যের কোঠায়, হয়ত .০০১ এর মত হতে পারে। আপনার ক্ষেত্রে ও তাই।  

 তো, 

ভাল ফলাফল পেতে, ইমেল পাঠানোর পূর্বেই আপনাকে জানতে হবে, 

ইমেইল মার্কেটিং বেসিকঃ  

  • কিভাবে ইন্ডাস্ট্রি টার্গেটে করে ইমেল কালেক্ট করতে হয়?
  • লিড মেগনেট কি? কি কাজে ব্যবহার করতে হয়?
  • ইমেইল পাঠানোর আইন কানুন, কেনো, ইমেল স্প্যাম হয়। 
  • ইমেইল ডিজাইন, 
  • সিগমেন্ট কি? কেন করা হয়?
  • রি-টার্গেট, 
  • ইমেল সেন্ডিং সফটওয়্যার দিয়ে কিভাবে বাল্ক ইমেইল পাঠতে হয়? (অটোমসোন বা অটোরিস্পন্ডার)
  • আপ সেল কি? কিভাবে করা হয়? সহ আরও অনেক কিছু। 

Popular Posts