no image
—স্বাগতম লুতফর রাহমান - এর সাথে Learn SEO With Lutfor Rahman এর দ্বিতীয় ক্লাসে।এই পোস্ট এ সার্চ ইঞ্জিন কি ও কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। 

সার্চ ইঞ্জিন

সার্চ ইঞ্জিনগুলো তৈরি হয়েছে, মানুষের চাহিদা অনুযায়ী তথ্য খুজে দেওয়ার জন্য।

—কাজ - সবচাইতে সেরা তথ্য খুজে দেওয়া ।




যেমনঃ google, msn, yahoo

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? 

—প্রতিটি সার্চ ইঞ্জিনের একটি স্বকীয় ধরন আছে কাজ করার জন্য। তবে প্রায় সব সার্চ ইঞ্জিনের কর্ম পদ্ধতি এর জন্য একই উপকরন ব্যাবহার করে।


Search engine প্রধানত দুইটা পদ্ধতিতে কাজ করে:



  • —Crawler - প্রধানত ওয়েবসাইট থেকে Information Collect করে (spider, robot/bot ) ।
  • —Algorithm - search engine প্রাপ্ত information গুলো বিশ্লেষণ করে, বিভিন্ন page এর content এর relevancy ও quality অনুযায়ী ranking প্রদান করে। SE এর Algorithm অনেক factor এর উপর নির্ভর করে।



কীভাবে কাজ করে গুগল( google) সার্চইঞ্জিন ?

 মূলত ৩ টি প্রধান সফটওয়্যার এর মাধ্যমে কাজ করে থাকে সার্চ ইঞ্জিন গুগল।

স্পাইডার সফটওয়্যারঃ



    “সার্চ বট” বা “রোবট” নামে পরিচিত ।


      কাজঃ  ওয়েব এ ভেসে বেড়ায় এবং নতুন পেজ এর সন্ধান করে এবং তা সার্চ ইঞ্জিন এ যোগ করে। মানে তার লিঙ্ক ইনডেক্স সফটওয়্যার এর কাছে জমা দেয় ।

      স্পাইডার সফটওয়্যার কোণ ডিজাইন, ইমেজ, ফ্ল্যাশ ইত্যাদি র প্রতি কোন আগ্রহ দেখায় না। সে সুধুমাত্র আগ্রহ দেখায় ওয়েবসাইটের HTML , টেক্সট, ইউআরএল, লিঙ্ক এইসব এর প্রতি।



      ইনডেক্স সফটওয়্যারঃ


       স্পাইডার সফটওয়্যার থেকে প্রাপ্ত লিঙ্ক ভিজিট করে সকল ডাটা গুলো  গ্রহন করে ও  তা সার্চ ইঞ্জিন এ সংরক্ষণ করা বা ক্যাচ রাখা। যেটা কুয়েরি সফটওয়্যার এর কাঁচামাল বা তথ্য ভাণ্ডার হিসেবে ব্যবহার হয়। 
               ইনডেক্স সফটওয়্যার সফটওয়্যার স্পাইডার সফটওয়্যার এর কালেক্ট করা ডাটা এনালাইজ করে।

      কুয়েরি সফটওয়্যারঃ



        সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিয়ে থাকি তখন এটা কাজ করে ।
        —যখন আমরা কোন কিছু লিখে সার্চ দেই তখন কুয়েরি সফটওয়্যার ইনডেক্স সফটওয়ার থেকে ডাটা গুলো এন্যালাইজ করে সবচেয়ে রিলিভেন্ট রেজাল্ট প্রকাশ করে।

          সার্চ ইঞ্জিন যে ভাবে কাজ করে

          যে ভাবে কাজ করে ।। প্রথমে খুজে পায়[—স্পাইডার সফটওয়্যার]তার পর পড়ে এবং সংরক্ষণ করে [ইনডেক্স সফটওয়্যার]ও পরবর্তী সময় প্রয়োজন অনুযায়ী প্রদর্শন করে [কুয়েরি সফটওয়্যার]।



          খুজে পায় > পড়ে > সংরক্ষণ > দেখায়  

          no image
          স্বাগতম লুতফর রাহমান - এর সাথে Learn SEO With Lutfor Rahman এর   প্রথম ক্লাসে .

          যা থাকছে - —


          সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী ?
          —সার্চ ইন্জিন অপটিমাইজেশন কেন দরকার ?
          —কেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা হয় ?
          —কিভাবে সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা হয় ?

          সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী ?

          • —SEO বা সার্চ ইন্জিন অপটিমাইজেশন হল কিছু বিশেষ নিয়মনীতি বা টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। 
          • —সহজভাবে বলতে - SEO করা হয় কোন কোম্পানীর বা ওয়েবসাইট বা পণ্যের অধিক প্রচারের জন্য। 


          সার্চ ইন্জিন অপটিমাইজেশন কেন দরকার ? 
          • —সাইটের ভিজিটর বৃদ্ধি করা। 
          • — আর প্রচারেই প্রসার । 
          • —ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা ।
          • ই-কমার্স সাইট এর বিক্রয় বৃদ্ধি ।


          সার্চ ইন্জিন অপটিমাইজেশন – প্রকারভেদ 
          • —অন-পেজ অপটিমাইজেশন
                     - ঐ ওয়েবসাইটে পোস্ট ও  HTML এর মধ্যে করা হয় ।
                    - —অন-পেজ অপটিমাইজেশন সম্পূর্ণ ওয়েব মাস্টার বা পোস্ট রাইটার এর ক্ষমতার মধ্যে ।
          • —ওফ-পেজ 
                  - অন্যের ওয়েবসাইটে এ করা হয় ।
                  - এটা সম্পূর্ণ ওয়েব মাস্টার বা পোস্ট রাইটার এর ক্ষমতার মধ্যে নয় ।


          ক্যারিয়ার হিসেবে এসইও 
          • —বিভিন্ন মার্কেটপ্লেসে পর্যাপ্ত কাজ । 
          • —নিজের ব্লগে করে মাসে - ১০০ ডলার থেকে ১০০০ডলারের মত আয় করা যায়। 
          • —লেখা-পড়ার তেমন ক্ষতি হয় না ।

          Popular Posts