USB পেনড্রাইভএর ফাইল সর্টকাট কেন হয় এবং সমাধান
USB পেনড্রাইভ কম্পিউটার এ সংযোগ দিলে সর্ট কাট হয়ে যায় ?? সমাধান পাচ্ছেন না । আসুন জেনে নেই কেন এটা হয় ও কিভাবে এই সর্টকাট ভাইরাস থেকে রক্ষা পাওয়া বা বাঁচা যায় ।

ফাইল সর্টকাট হয়ে যাওয়ার এই সমস্যা থেকে বাচার সহজ দুটি উপায় নিয়েই এই পোষ্টটি।




আমরা প্রায়ই USB পেনড্রাইভ ব্যবহার করার সময় এই ধরনের (ফাইল সর্টকাট ) সমস্যায় পড়ি কারন আমাদের প্রায়ই USB পোর্টের মাধ্যমে স্কুল কলেজ বা ভারসিটির কম্পিউটার এ সংযোগ দিতে হয় । আর এটা এই সব পাবলিক কম্পিউটার এর অন্যতম বিশিষ্ট । ফাইল সর্টকাট করার ভাইরাস শুধু USB পেনড্রাইভ নয় , মোবাইলফোন , এমনকি শর্টকাট ভাইরাস পিসির হার্ড ডিস্ককেও প্রভাবিত করে, ফাইল গুলো শর্টকাট ফাইলের মধ্যে পরিবর্তন করে বা লুকিয়ে ফেলে। যা খুব বিরক্তকর আবার ঝামেলার হয়।

সর্টকাট  ভাইরাস কি?

এক কথায়ঃ   একপ্রকার ম্যালওয়্যার । :P 

সর্টকাট  ভাইরাস


শর্টকাট ভাইরাস যা করে ?



সর্টকাট ভাইরাস যা আপনার Pendrive , পিসি, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড বা মোবাইল ফোন কে কিছু বেনামী ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত করে , এবং আপনি শর্টকাট ফাইল এ দুবার ক্লিক করলে , এটি একটি নতুন উইন্ডোতে একই ফোল্ডার খুলবে।তবে মাঝে মাঝে তাও ওপেন হয় নাহ। 

কারন এটি ফাইলের Attribute পরিবর্তন করে এবং ফাইলের Location বা পাথ  (পথ) পরিবর্তন করে ফলে ফাইল টি হাইড / অদৃশ্য হয়ে যায় এবং ফাইলটির একটি ফেইক( মিথ্যা ) শর্টকাট তৈরি করে। যার ফলে ঐ ফোল্ডার ড্রাইভে থাকা ফাইলগুল আমরা এটি খুলতে পারি না ।

  পিসিতে অ্যান্টিভাইরাস থাকার পর ও এই সমস্যা দেখা যায়,  তবে যারা এন্টিভাইরাস কিনে ব্যবহার করেন তারা সাধারনত এই সমস্যায় পড়েন না । 

সমাধান আলোচনা করার আগে দুটি কথা। ৯৮% ক্ষেত্রে সর্টকাট ম্যালওয়্যার ভাইরাসগুল মুল ফাইল ডিলিট বা মুছে ফেলে না। অর্থাৎ ফাইলগুল আগের অবস্থায় থাকে।শুধু ওপেন হয় না। ও ফাইল সাইজ কম দেখায়।
  

সমাধান স্থায়ী ঃ 

এটি স্থায়ী হলেও সময় সাপেক্ষ ।

মূলত যেসব অ্যান্টিভাইরাস অ্যান্টি-  ম্যালওয়্যার এর থেকে প্রোটেকশন দেয় সে সব এর যে কোন একটি ডাউনলোড দিয়ে ব্যবহার করুন ।

যেমনঃ Malwarebytes : Free anti-malware download

           বা

           Free Malware Removal Tool | Anti-Malware Scan Software - Microsoft


বা আপনার পছন্ধের ম্যালওয়্যার প্রটেকশন ব্যবহার করুন । AVG antivirus free , Kaspersky ও এর থেকে মাধান দেয় । 

অস্থায়ি কিন্তু দ্রুত সমাধানঃ 

কোন ডাউনলোড বা ইন্সটল লাগে না ;) । এটাও জেনে রাখা জরুরী - কারন আপনি তো এর পাবলিক পিসি তে তো আর এত সময় পাবেন না। 

 যদি আপনি Pendrive Shortcut problem বা এর সমাধান লিখে গুগলে সার্চ দেন তাহলে আপনি  কম্যান্ড  প্রমট দ্বারা এই সমাধান পাবেন - যদিও এটা অস্থায়ী সমাধান । পিসি রিস্টার্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে ।  


  • Start -> All Programs-> Accessories -> command prompt [ Shortcut KEY win-key+R.] 
  • এবার pen drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা দেখে নিন ।যেমনঃ  Removable Disk(J) আথবা  Pendrive(K) ইত্যাদি । 
  • Type this command: Del *.link and press Enter. 
  • Type attrib -h -r -s /s /d p:\*.*
  • আপনি p এর পরিবর্তে pen drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা লিখুন । 
  • Enter চাপুন। 

ধন্যবাদ ।

High Hopes- Pink Floyd

High Hopes- Pink Floyd
High Hopes- Pink Floyd

উচ্চাকাঙ্ক্ষা (High Hopes)

                                                                 - পিঙ্ক ফ্লয়েড  (Pink Floyd)

ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চিরকালই ভারাক্রান্ত

সেখানে একটি অতৃপ্ত ক্ষুধা এখনও আছে
আমাদের ক্লান্ত চোখ এখনও বিপথগামী দিগন্তে
যদিও এই রাস্তা আমরা অনেক বার চলেছি


ঘাস ছিল সবুজ
আলো ছিল উজ্জ্বল
স্বাদ ছিল মিঠা
আশ্চর্য রাত্রি
সঙ্গে বন্ধু পরিবেষ্টিত
ভোর কুয়াশায় প্রদীপ্ত
জল প্রবহমাণ
অকূল নদী



no image

কিওয়ার্ড ধারণা ও তার বিপরীতে ট্রাফিক অনুমান পেতে ওয়ার্ড প্লানার  (Keyword Planner)ব্যবহার 


Learn SEO with Lutfor Rahman এর এই পর্বে আমরা জানব  কি ওয়ার্ড প্লানার  (Keyword Planner) সম্পর্কে ।আসুন আগে জেনেই গুগলের এই নতুন সেবা সম্পর্কে ।
পূর্বের পোস্ট পড়তে ভিজিট করুনঃ

 


কিওয়ার্ড খুঁজতে কি ওয়ার্ড প্লানার নতুন কি ওয়ার্ড অনুসন্ধান নেটওয়ার্ক যা গুগল এডওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ  এর বিকল্প একটি কি ওয়ার্ড অনুসন্ধান নেটওয়ার্ক । গুগল বস্তুত  এডওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ এর সেবা বন্ধ করে দিয়ে  Keyword Planner নামক নতুন অনুসন্ধান সেবা। যা এডওয়ার্ড  (Google Adword Keyword Recserch Tool) থেকেও উন্নত । এবং এটিতে একত্রে গুগল ট্রেন্ডস (Google Trends) এর সেবা সমূহ ও যুক্ত করা হয়েছে।

ওয়েবসাইট এর প্রচারণা বা প্রসারণ জন্য একটি ভরসাযোগ্য তথ্য দিয়ে থাকে । যদিও এটি গুগলে বিজ্ঞাপন এর জন্য দাম ও প্রতিযোগিতা সম্পর্কে ধারনা ও অনুসন্ধান কীওয়ার্ড এর জন্য তৈরি।

বিনামূল্যে এডওয়ার্ড টুল, কী খুঁজতে হবে পরিকল্পনাকারী এছাড়াও আপনি আপনার প্রচারাভিযানের সঙ্গে ব্যবহার করার জন্য প্রতিযোগিতামূলক দর এবং বাজেটের বেছে নিতে সাহায্য করতে পারে।

Keyword Planner এর থেকে কি কি তথ্য পাওয়া যায় ।

 কী-ওয়ার্ড রিসার্চ পার্ট ৩ - কি ওয়ার্ড প্লানার
Learn SEO with Lutfor Rahman - কী-ওয়ার্ড রিসার্চ পার্ট ৩ - কি ওয়ার্ড প্লানার 




কী খুঁজতে কি ওয়ার্ড প্লানার  (Keyword Planner) অ্যাক্সেস করার জন্য, আপনার এডওয়ার্ড সাইন ইন  করতে হবে ।

প্রথমে  https://adwords.google.com এ অ্যাকাউন্ট খুলুন ।

তারপর   Tools And Analysis    ড্রপ ডাউন মেনু ক্লিক করুন এবং  নির্বাচন করুন "Keyword Planner."
ব্যাস এক্সেস হয়ে গেল । এবার রিসার্চ ।  ;) 

Popular Posts