কিওয়ার্ড ধারণা ও তার বিপরীতে ট্রাফিক অনুমান পেতে ওয়ার্ড প্লানার  (Keyword Planner)ব্যবহার 


Learn SEO with Lutfor Rahman এর এই পর্বে আমরা জানব  কি ওয়ার্ড প্লানার  (Keyword Planner) সম্পর্কে ।আসুন আগে জেনেই গুগলের এই নতুন সেবা সম্পর্কে ।
পূর্বের পোস্ট পড়তে ভিজিট করুনঃ

 


কিওয়ার্ড খুঁজতে কি ওয়ার্ড প্লানার নতুন কি ওয়ার্ড অনুসন্ধান নেটওয়ার্ক যা গুগল এডওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ  এর বিকল্প একটি কি ওয়ার্ড অনুসন্ধান নেটওয়ার্ক । গুগল বস্তুত  এডওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ এর সেবা বন্ধ করে দিয়ে  Keyword Planner নামক নতুন অনুসন্ধান সেবা। যা এডওয়ার্ড  (Google Adword Keyword Recserch Tool) থেকেও উন্নত । এবং এটিতে একত্রে গুগল ট্রেন্ডস (Google Trends) এর সেবা সমূহ ও যুক্ত করা হয়েছে।

ওয়েবসাইট এর প্রচারণা বা প্রসারণ জন্য একটি ভরসাযোগ্য তথ্য দিয়ে থাকে । যদিও এটি গুগলে বিজ্ঞাপন এর জন্য দাম ও প্রতিযোগিতা সম্পর্কে ধারনা ও অনুসন্ধান কীওয়ার্ড এর জন্য তৈরি।

বিনামূল্যে এডওয়ার্ড টুল, কী খুঁজতে হবে পরিকল্পনাকারী এছাড়াও আপনি আপনার প্রচারাভিযানের সঙ্গে ব্যবহার করার জন্য প্রতিযোগিতামূলক দর এবং বাজেটের বেছে নিতে সাহায্য করতে পারে।

Keyword Planner এর থেকে কি কি তথ্য পাওয়া যায় ।

 কী-ওয়ার্ড রিসার্চ পার্ট ৩ - কি ওয়ার্ড প্লানার
Learn SEO with Lutfor Rahman - কী-ওয়ার্ড রিসার্চ পার্ট ৩ - কি ওয়ার্ড প্লানার 




কী খুঁজতে কি ওয়ার্ড প্লানার  (Keyword Planner) অ্যাক্সেস করার জন্য, আপনার এডওয়ার্ড সাইন ইন  করতে হবে ।

প্রথমে  https://adwords.google.com এ অ্যাকাউন্ট খুলুন ।

তারপর   Tools And Analysis    ড্রপ ডাউন মেনু ক্লিক করুন এবং  নির্বাচন করুন "Keyword Planner."
ব্যাস এক্সেস হয়ে গেল । এবার রিসার্চ ।  ;) 

2 comments

  1. Anonymous9:03 PM

    Waiting For your next post

    ReplyDelete
  2. দরকারি পোস্ট.rzamankhokon

    ReplyDelete

Popular Posts