আমি লুতফর রাহমান আপনাকে স্বাগতম জানিচ্ছি Learn SEO with Lutfor Rahman  এর কী-ওয়ার্ড রিসার্চ দ্বিতীয় পর্ব (২) Learn SEO with Lutfor Rahman   এর চতুর্থ পর্বে। আসা করি আপনি আপনার আগ্রহ ধরে রেখেছেন। কোন কিছু বুঝতে না পারলে আবার পড়ুন । তাতেও যদি না হয় তবে ঐ টপিক্স টি গুগলে সার্চ দিন ।
Learn SEO with Lutfor Rahman   এর তৃতীয় পর্ব-


  • কী-ওয়ার্ড ব্যবহার কোথায় ও কিভাবে করা হয়
  • গুগল অ্যাডওয়ার্ডস টুল [ সাইন আপ  ]
  • কিভাবে Keyword ব্যবহার করবেন।


কোথায় কী-ওয়ার্ড ব্যবহার করা হয়:


     - HTML এর মধ্যে , ওয়েবসাইট এর মেটাডাটা এর মধ্যে।

     - পোষ্টের মধ্যে [ কনটেন্ট বা আর্টিকেল এর মাঝে ]
     - ব্যাকলিঙ্ক এ ।

মেটাডাটা এর মধ্যে: 

 < meta name="keywords" content=“robi 3g package , robi 3g package bd , robi 3g package rate " />

কনটেন্ট বা আর্টিকেল, ব্যাকলিঙ্ক  এর মাঝে কিভাবে ব্যবহার হয় পরে আলোচনা করা হবে ।

গুগল অ্যাডওয়ার্ডস-Keyword Planner টুল সাইন আপ: 

 Keyword Planner এ সাইন আপ করতে যা যা লাগে । 

  • একটা জিমেইল একাউন্ট। 
সাইন আপ করতে এই লিঙ্কে ক্লিক করুন
সাইন আপ না পারলে গুগল এর সাহায্য নিন গুগলে সার্চ দিন 
"HOW TO SIGN UP IN Keyword Planner"

 



রিসার্চ এর পূর্বে করনীয় কি করবেন


  • আপনার কি নিয়ে আর্টিকেল লিখবেন তা ঠিক করুন ।
  • আপনার নিজের মাথায় ঐ আর্টিকেল এর জন্য কিছু কিওয়ার্ড ভাবুন ।
  • এবার আপনার পছন্দের রি-সার্চ টুল ব্যবহার করুন । যাতে করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পান ।
  • কি ওয়ার্ড গুল নির্বাচন করুন । আর খাতায় লিখে রাখুন ।

  পরের পর্বঃ

Learn SEO with Lutfor Rahman - কী-ওয়ার্ড রিসার্চ পার্ট ৩ - কি ওয়ার্ড প্লানার

No comments

Popular Posts