Learn SEO with Lutfor Rahman - কী-ওয়ার্ড রিসার্চ পার্ট -১
- কী-ওয়ার্ড ব্যবহার কোথায় ও কিভাবে করা হয়
- গুগল অ্যাডওয়ার্ডস টুল [ সাইন আপ ]
- কিভাবে Keyword ব্যবহার করবেন।
কোথায় কী-ওয়ার্ড ব্যবহার করা হয়:
- HTML এর মধ্যে , ওয়েবসাইট এর মেটাডাটা এর মধ্যে।
- পোষ্টের মধ্যে [ কনটেন্ট বা আর্টিকেল এর মাঝে ]
- ব্যাকলিঙ্ক এ ।
মেটাডাটা এর মধ্যে:
< meta name="keywords" content=“robi 3g package , robi 3g package bd , robi 3g package rate " />কনটেন্ট বা আর্টিকেল, ব্যাকলিঙ্ক এর মাঝে কিভাবে ব্যবহার হয় পরে আলোচনা করা হবে ।
গুগল অ্যাডওয়ার্ডস-Keyword Planner টুল সাইন আপ:
Keyword Planner এ সাইন আপ করতে যা যা লাগে ।
- একটা জিমেইল একাউন্ট।
সাইন আপ না পারলে গুগল এর সাহায্য নিন গুগলে সার্চ দিন
"HOW TO SIGN UP IN Keyword Planner"
রিসার্চ এর পূর্বে করনীয় কি করবেন:
- আপনার কি নিয়ে আর্টিকেল লিখবেন তা ঠিক করুন ।
- আপনার নিজের মাথায় ঐ আর্টিকেল এর জন্য কিছু কিওয়ার্ড ভাবুন ।
- এবার আপনার পছন্দের রি-সার্চ টুল ব্যবহার করুন । যাতে করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পান ।
- কি ওয়ার্ড গুল নির্বাচন করুন । আর খাতায় লিখে রাখুন ।