আসুন জেনে নেই নতুন Google Snippet Controls মার্কআপ কি? ও কিভাবে ব্যাবহার করবেন 

Google Snippet AKA Rank 0


অক্টোবর 24, 2019  নতুন Google Snippet Controls মার্কআপ চালু করছে।

গত মে মাসে, গুগল রেঙ্কিং ফেয়ারে গুগোল এর সম্পর্কে আগাম বার্তা দিয়ে রেখেছিল। আগামী 24 অক্টোবর 2019,  গুগলের নতুন  স্নিপিট আপডেট গ্লোবালি কাজ সুরু করবে।

মূলত,এই মার্কাপ সমুহ, ওয়েবমাস্টারদের সার্চ Snippit এর প্রদর্শিত ডাটা কন্ট্রল করতে দিবে। 

নতুন Google Snippet Controls মার্কআপ সমুহের বিস্তারিত  

নতুন কন্ট্রোল গুলো-

"nosnippet"

ব্যবহারঃ

এটা ওয়েবমাস্টারদের, কোন বিশেষ পেজে snippet নেওয়া বন্ধ রাখার সুযোগ দিবে।

মানে, আপনি যদি কোন পেজ থেকে snippet না পেতে চান, তাহলে ঐ পেজের </head> এর ঠিক উপরে এটা ব্যাবহার করবেন।

এখানে, কথা হল, wordpress/ব্লগার এর মত সাইটে specific পেজে মেটাট্যাগ কাস্টম ভাবে এড করা ঝামেলা।

তো, এক্ষেত্রে,

আপনি, যা করতে পারেন,


  • অপেক্ষা - যতদিন প্রজন্ত আপানার প্রিয় এসইও প্লাগিনটি এই অপশন না দেয়। আমার ধারনা, এটা খুব বেশি দিন সময় নিবে না, কারন, আলরেডি বেশ কিছু মেটা ট্যাগ এড করার সুবিধা এসব পেজে আছে। জেমনঃ noindex, nofollow, index ...


উদাহরণঃ
<meta name="robots" content="nosnippet">

"max-snippet:[number]"

ব্যবহারঃ

প্রদর্শিত  কনটেন্ট লেংথ (content length) নিয়ন্ত্রন এর সুবিধা দিবে। 

উদাহরণঃ
<meta name="robots" content="max-snippet:50">

এখানে লক্ষণীয়, 

  1. আপনি যদি max-snippet:0 ব্যাবহার করেন তা হলে তা nosnippet ট্যাগ এর মত কাজ করবে। 
  2. আবার, কোন লেন্থ লিমিট না দিতে চাইলে max-snippet:-1 ব্যাবহার করতে পারেন। 

"Max-video-preview:[number]"

ব্যবহারঃ

চলমান ভিডিও duration (সেকেন্ডে) নিয়ন্ত্রণের সুবিধা দিবে । তবে, এটা করা যুক্তি যুক্ত কিনা ভবে দেখতে হবে।


উদাহরণঃ

 "Max-video-preview:20"

এক্ষেত্রে লক্ষণীয়ঃ 
  • আপনি চাইলে ভিডিওর বদলে স্থির ইমেজ রাখতে পারবেন, সে ক্ষেত্রে  ম্যাক্স প্রিভিউ ০ তে সেট করতে হবে। এভাবে "Max-video-preview:0" ব্যাবহার করুন। 
  • আর লেন্থ নিদৃষ্ট না করতে চাইলে "Max-video-preview:-1" ব্যাবহার করতে হবে। 

"Max-image-preview:[setting]"

ব্যবহারঃ

Snippet এ প্রদর্শিত ইমেজ এর সাইজ নিয়ন্ত্রন করার সুবিধা দিবে।  আপনি চাইলে ইমেজ প্রদর্শন করা থেকে বিরত করতে পারবেন। এক্ষেত্রে মডিফায়ার গুলো হল  "none", "standard", or "large".

তবে AMP ব্যাবহার করলে আপনি দুইটি মডিফায়ার ব্যাবহার করতে পারবেন - "none", এবং "standard”. 

উদাহরণঃ

 <meta name="robots" content ="max-image-preview:standred">


নতুন “data-nosnippetd” HTML attribute


এটি বেশ মজার, এটি ওয়েবমাস্টার তথা আপনাকে কন্টেট, ও html ইলিমেন্ট এ সার্চ Snippet Control করতে দিবে।

এটা বেশ কাজের মনে হয়েছে আমার কাছে,

আর্টিকেল থকে, উলটা পাল্টা snippet দেখালে কার না বিরক্ত লাগে...
... আপনি যদি চান এখন, বিশেষ কোন অংশ ব্লক করে রাখতে পারেন।

কিভাবে?

আপনি, কোন div অথবা section এ data-nosnippet ট্যাগ ব্যাবহার করতে পারবেন। তবে মজার বাপার span ট্যাগে ও ব্যাবহার করা যাবে এই আট্রিবিউট। অর্থাৎ যে কোন html tag এর বিশেষ অংশে data-nosnippet ব্যাবহার করতে পারেন। 

ঊধাহরনঃ

<p><span data-nosnippet>আমি লুতফর রহমান</span> আপনাকে স্বাগত জানাচ্ছি এই ব্লগে, আর ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য <p>


ব্যাখ্যাঃ 

উপরের example এ “আমি লুতফর রহমান” এই লেখা টুকু সার্চ স্নিপিট এ প্রদর্শিত হবে না।


শেষকথাঃ

আসাকরি, ভুল বানান, ও বাংলিশ ভাষা আপনাদের বোধগম্য হয়েছে। ভাল লাগলে, কমেন্ট করে জানাবেন। আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন, উত্তর দিতে চেষ্টা করব।

2 comments

  1. ভাই, অনেক সুন্দর লিখেছেন। আরও পোস্ট চাই এই রকম।

    ReplyDelete
    Replies
    1. আপনাকেও ধন্যবাদ।

      Delete

Popular Posts