আসুন জেনে নেই নতুন Google Snippet Controls মার্কআপ কি? ও কিভাবে ব্যাবহার করবেন
Google Snippet AKA Rank 0 |
অক্টোবর 24, 2019 নতুন Google Snippet Controls মার্কআপ চালু করছে।
গত মে মাসে, গুগল রেঙ্কিং ফেয়ারে গুগোল এর সম্পর্কে আগাম বার্তা দিয়ে রেখেছিল। আগামী 24 অক্টোবর 2019, গুগলের নতুন স্নিপিট আপডেট গ্লোবালি কাজ সুরু করবে।
মূলত,এই মার্কাপ সমুহ, ওয়েবমাস্টারদের সার্চ Snippit এর প্রদর্শিত ডাটা কন্ট্রল করতে দিবে।
নতুন Google Snippet Controls মার্কআপ সমুহের বিস্তারিত
নতুন কন্ট্রোল গুলো-"nosnippet"
ব্যবহারঃএটা ওয়েবমাস্টারদের, কোন বিশেষ পেজে snippet নেওয়া বন্ধ রাখার সুযোগ দিবে।
মানে, আপনি যদি কোন পেজ থেকে snippet না পেতে চান, তাহলে ঐ পেজের </head> এর ঠিক উপরে এটা ব্যাবহার করবেন।
এখানে, কথা হল, wordpress/ব্লগার এর মত সাইটে specific পেজে মেটাট্যাগ কাস্টম ভাবে এড করা ঝামেলা।
তো, এক্ষেত্রে,
আপনি, যা করতে পারেন,
- অপেক্ষা - যতদিন প্রজন্ত আপানার প্রিয় এসইও প্লাগিনটি এই অপশন না দেয়। আমার ধারনা, এটা খুব বেশি দিন সময় নিবে না, কারন, আলরেডি বেশ কিছু মেটা ট্যাগ এড করার সুবিধা এসব পেজে আছে। জেমনঃ noindex, nofollow, index ...
উদাহরণঃ
"max-snippet:[number]"
- আপনি যদি max-snippet:0 ব্যাবহার করেন তা হলে তা nosnippet ট্যাগ এর মত কাজ করবে।
- আবার, কোন লেন্থ লিমিট না দিতে চাইলে max-snippet:-1 ব্যাবহার করতে পারেন।
"Max-video-preview:[number]"
- আপনি চাইলে ভিডিওর বদলে স্থির ইমেজ রাখতে পারবেন, সে ক্ষেত্রে ম্যাক্স প্রিভিউ ০ তে সেট করতে হবে। এভাবে "Max-video-preview:0" ব্যাবহার করুন।
- আর লেন্থ নিদৃষ্ট না করতে চাইলে "Max-video-preview:-1" ব্যাবহার করতে হবে।
"Max-image-preview:[setting]"
তবে AMP ব্যাবহার করলে আপনি দুইটি মডিফায়ার ব্যাবহার করতে পারবেন - "none", এবং "standard”.
নতুন “data-nosnippetd” HTML attribute
এটা বেশ কাজের মনে হয়েছে আমার কাছে,
আর্টিকেল থকে, উলটা পাল্টা snippet দেখালে কার না বিরক্ত লাগে...
... আপনি যদি চান এখন, বিশেষ কোন অংশ ব্লক করে রাখতে পারেন।
আপনি, কোন div অথবা section এ data-nosnippet ট্যাগ ব্যাবহার করতে পারবেন। তবে মজার বাপার span ট্যাগে ও ব্যাবহার করা যাবে এই আট্রিবিউট। অর্থাৎ যে কোন html tag এর বিশেষ অংশে data-nosnippet ব্যাবহার করতে পারেন।
ভাই, অনেক সুন্দর লিখেছেন। আরও পোস্ট চাই এই রকম।
ReplyDeleteআপনাকেও ধন্যবাদ।
Delete