অন-পেজ অপ্টিমাইজেশন, একটি ওয়েব পেজ রাঙ্কইং এর জন্য 40% থেকে 50% গুরুত্ব বহন করে। On-page SEO (অন পেজএসইও) এর মূলত  এর 4 টি দিক। আজ আমরা জানবো অন পেজ অপটিমাইজেসন( optimazition) এর এই ধাপ গুলি সম্পর্কে।

On-page SEO Guide- অন পেজ এসইও প্রধান ৪টি ধাপ

On-page SEO Guide- অন পেজ এসইও-র প্রধান ৪টি ধাপ

  1. SEO-Friendly URLs
  2. Right Set of Keywords
  3. Responsive Design and site speed
  4. Content optimization
যখন আমরা অন-পেজ এসইও বিষয় নিয়ে ভাবি, তখন আমি নিশ্চিত যে আপনি মেটা ট্যাগ(meta tag), কীওয়ার্ড অপটিমাইজেশন(keyword optimization), robots.txt, সাইটম্যাপ(sitemap), ইমেজ অপ্টিমাইজেশান(image optimization) সম্পর্কে খুব ভালভাবে পরিচিত।

SEO-Friendly URLs

সহজ করে বললে, URL টি এমন হবে যেন সেটা দেখে মানুষ বুঝতে পারে আপনার ওয়েব পেজটি কি বিষয়ের। 

যেমনঃ https://lut4raman.blogspot.com/2018/11/best-free-website-seo-audit-tools.html

লিঙ্ক টি দেখে ধারনা করে ফেলেছেন, এই লিঙ্কে গেলে কি পাবেন। যদিও আমার এই সাইটটির URL নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। তার পরেও এটা মোটামুটি ভাল লিঙ্ক।

একটি মান সম্মত এসইও ইউআরএল স্ট্রাকচার কেমন হবে? 


  1. কীওয়ার্ড (keyword) থাকতে হবে।
  2. যতটা সম্ভব ছোট হবে। ৫১২ পিক্সেল এর মধ্যে। 
  3. নাম্বার না থাকলে ভাল।
  4. স্টপ ওয়ার্ড (যেমনঃ of, in, for, i, you, they, wh questions etc) থাকবে না।
তা হলে আমার দেয়া লিঙ্কটি যদিঃ https://lutforraman.com/best-free-seo-audit-tools.html হত তা হলে ভাল হত। 


Right Set of Keywords

ভাল ও রিলেভেন্ট Keywords ব্যবহার করা বাঞ্ছনীয়। 

মনোযোগ দিয়ে, ভাল মানের লংটেল , LSI আর রিলেটেড কি-ওয়ার্ড এর একটি সেট তৈরি করে কন্টেন্ট সাজানো উচিত। 

Responsive Design and Site speed

সোজা কোথায় মোবাইল অপটিমাইজ ওয়েব সাইট হতে হবে। 
গড়ে,৫১% মানুষ তার স্মার্ট ফোন থেকে ওয়েব সার্চ দেয়। তাই এটা খুব গুরুত্ব পূর্ণ। আর গুগল রিসেন্ট আপডেট গুলিতে Responsive Design তথা মোবাইল অপটিমাইজেশনে ফ্যাক্টরগুলী খুব গুরুত্ব দিচ্ছে।

Site Speed বাড়াতে বা load time কমাতে কি কি করা হয়?


  1. Image Size কমান
  2. ভাল মানের ওয়েব থিম ব্যবহার। 
  3. HTTP request এর সংখ্যা কমান।
  4. Pege Cache ব্যবহার।
  5. ভাল ওয়েব সার্ভার ব্যবহার করা। ইত্যাদি ।


Content optimization

এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। একটি কিওয়ার্ড এর জন্য ১৫০-৩০০ ওয়ার্ড লেখা থাকা ভাল। আর আর্টিকেল লেখার ক্ষেত্রে কিওয়ার্ড ডেনসিটি ০.৫%-১% মধ্যে রাখা ভাল। 


৯৭% মানুষ মাত্রাতিরিক্তভাবে কিওয়ার্ড ব্যবহার করে ওভার-অপ্টিমাইজড করে ফেলেন।

বিভিন্ন এসইও এক্সপার্ট বিভিন্ন সময়েই ০.৫%-১% কিওয়ার্ড ডেনসিটি মেইনটেন করতে বলেছেন।

কিভাবে কিওয়ার্ড ডেনসিটি মেইনটেন করবেন?  

এটা, করা খুব একটা কঠিন কাজ না। কোন কিওয়ার্ড এর জন্য লেখা আর্টিকেল এর প্রতি ১০০০ শব্দের মধ্যে ৫-১০ বার কিওয়ার্ড ব্যবহার করবেন। 

আর, 

একটি কিওয়ার্ড অপটিমাইজ আর্টিকেলে কি কি থাকবে? 

  1. ইউনিক, অর্থবোধক, হেল্পফুল কন্টেন্ট থাকবে। সোজা বাংলায় সহজ, সরল, অর্থবোধক সাবলীল লেখা যা একজন পাঠকের মনে জয় করতে পারবে। 
  2. কমপক্ষে ৫০০ শব্দ থাকবে। 
  3. কমপক্ষে একটি ছবি থাকবে যার alt tag এ কি-ওয়ার্ড থাকবে। 
  4. ডেনসিটি ঠিক থাকবে।
  5. লংটেল কি-ওয়ার্ড থাকবে।
  6. LSI keywords থাকবে। 
  7. সাব- টাইটেল এ কি-ওয়ার্ড/লংটেল কি-ওয়ার্ড  ব্যবহার হবে। 
  8. Keyword in Page Title
  9. Keyword in Meta Description
  10. Internal links
আশাকরি, অন পেজ নিয়ে আমার লেখা আপনাদের ভাল লেগেছে। যদি ভাললাগে তবে শেয়ার করে বা কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না। 

No comments

Popular Posts