আমি দুঃখিত আপনাকে একটা ক্লিকবেট টাইটেল দিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য। সাধারণত, বেসিক ব্যাকলিংক ১০০ ভাগ ইনডেক্স সম্ভব না। ৯০% সম্ভব। তবে, আমার বিশ্বাস সব ঠিক থাকলে ১০০% ও ইনডেক্স হতে পারে।প্রমিসঃ
কোন আজব ম্যাজিক দেখাব না। কিছু রুলসের কথা বলব। যেটা আমি ব্যবহার করি, আমার জানাশোনা দেশের বাইরের(যদিও কেউ আমকে চেনে না) ও বাংলাদেশী SEO expert'স ফলো করে ব্যাকলিংক গুগলে ইনডেক্স করানোর জন্য। এই আর্টিকেলে সেসব বিষয়গুলো বলব, যেটা আপনার করা বেসিক ব্যাকলিংক ইনডেক্স করতে অবশ্যই সাহায্য করবে।
আসুন,
কিভাবে আপনার ১০০% বেসিক ব্যাকলিংক ইনডেক্স করাবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলি উপর থেকে নিচে সাজিয়ে লেখার চেষ্টা করেছি। আশাকরি, শেষ অবধি থাকবেন। শেষে থাকবে, কেন আপনার লিঙ্ক ইনডেক্স হচ্ছে না।মনে রাখবেন, ব্যাকলিংকের সংখ্যা আপনার উদ্দেশ্য (কিওয়ার্ড রাঙ্ক করা) পূরণ করবে না। বরং, একটি ভাল লিংক আপনাকে লং-টার্ম সাহায্য করবে।
ইউনিক লেখার চেষ্টা করুন
অনুগ্রহ করে, দয়া করে, একি কমেন্ট বার বার করবেন না। মানে একবারের বেশি করবেন না। thanks, tnx, good article typer কমেন্ট করা থেকে বিরত থাকুন।অবশ্যই নজর রাখুন আপনার অ্যাংকর এর আশে-পাশের কন্টেন্ট যেন ইউনিক হয়।
ইউনিক কমেন্ট করার সুবিধাঃ
- লং টার্ম এসওতে খারাপ প্রভাব ফেলবে না।
- একই কমেন্ট বারবার করা স্পামারের কাজ, তাই আপনাকে স্পামার ট্যাগ দিবে না গুগল।
- LSI অ্যাংকর গুলি কমেন্টের সাথে ব্লেন্ড করে যাবে।
- রেফারেল ট্রাফিক পাবেন বোনাস হিসেবে।
- প্রতিবার কষ্ট করে আর্টিকেল পড়তে হবে।
ইউনিক কমেন্ট লেখার টিপসঃ
- প্রতিটি কমেন্টে, আর্টিকেল পাবলিশারকে সম্বোধন করতে পারেন।
- আর্টিকেলের মুল বিষয় কোন প্রশ্ন থাকলে, বা আপনার মন্তব্য দিতে পারেন।
- অন্যের করা কমেন্টের উত্তর দিতে পারেন।
- টাইটেল, ইমেজ, নিয়ে কিছু বলেতে পারেন।
সাইট মেট্রিক্স দেখে লিংক করুনঃ
তো ভাই,
ভিজিটর দেখতে হবে প্রতিটা পেজের? এটা কি সম্ভব? - সম্ভব, লিংক করার জন্য এটাকে প্রথম শর্ত করেনিন। আর ব্যাপারটা এতটা কঠিন না। আসছি এ বিষয়ে একটু পরে।
দ্বিতীয়ত, সাইটটির কোন পেনাল্টি আছে কিনা দেখে নিন। পেনাল্টি যুক্ত সাইটে লিংক করবেন না। পরিণাম শূন্য।
অতিরিক্ত, স্প্যাম স্কোর যুক্ত সাইটে লিংক করা থেকে বিরত থাকুন।
আসুন যেনে নেই কিভাবে খুব সহজে, সাইট মেট্রিক্স দেখবেন।
কোন সাইটের মেট্রিক্স কিভাবে দেখবেন?
আমি, আমার কথা বলি, আমি দুটি আড-অন্স ব্যবহার করি। প্রথমটি, Vstat, দ্বিতীয়টি Mozbar (নামের উপরে ক্লিক করে আপনার গুগল ক্রম ব্রাউসারে অ্যাড করে নিতে পারেন।) বেসিক ব্যাকলিংক করার জন্য এই দুটি টুলস যথেষ্ট।এখন, মেট্রিক্স দেখার টুলস তো পেলেন, কিভাবে কি?
- DA, PA নিয়ে স্পেশাল চাহিদা থাকলে, মোজবার দেখুন।
- স্প্যাম স্কোরও মজবার এ পাবেন। বেশি স্প্যাম স্কোর মানে, সাইটের ব্যাকলিংক প্রোফাইল ভাল না।
- ভিস্টাট থেকে ট্রাফিকের আইডিয়া পাবেন, মনে রাখবেন, কম ভিজিটর ও নতুন সাইট গুলিতে ভিস্টাট ভুল ডাটা দিতে পারে।
- ভিজিটর গ্রাফ দেখুন, যদি হটাৎ করে ভিজিটর খুব বেশি (৩০%+) কমে যায়, ওই সাইট বর্জন করুন।
- আবার অনেক দিন ধরে (৪-৫ মাস) ভিজিটর কমতে থাকলে, আর একটু গবেষণা করুন সাইটটি নিয়ে, অথবা আমার মত আলস এসইও এক্সপার্ট হলে লিংক করারই দরকার নাই।
বিঃদ্রঃ Vstat বিগত ৬ মাসের ট্রাফিক দেখায়, কোন ওয়েবসাইট নিয়ে সংশয় ahrefs এ দেখে নিতে পারেন।
নিস রিলেভেন্ট সাইটে ব্যাকলিংক করুনঃ
স্পেসফিক নিসে করতে পারলে ১০০ তে ১০০। আর অন্য় সময় গুলিতে, মাদার নিস বাছুন, কমপক্ষে নিস রিলেভেন্ট পোস্ট বাছুন। যেমনঃ যদি আপনার নিস হয় "Car Cover"বেসিক ব্যাকলিংক করার জন্য নিস রিলেভেন্ট সাইট কিভাবে খুঁজবেনঃ
Keyword + site:blogspot.com
Keyword + site:typepad.com
Keyword + site:edublogs.org
Keyword + site:livejournal.com
Keyword + intext:”powered by wordpress”
সোশাল শেয়ার করাঃ
- এক্ষেত্রে টুইটার, রেডিট, লিংকডইন (লিঙ্কদিন / লিঙ্কেডিন নামে ও পরিচিত :P) ভাল।
পিং করা
পিং করলে ব্যাকলিংক ইনডেক্স হবে ঠিকি, ক্ষতি ও হতে পারে। যে সব সাইট গুলি পিং করে সার্চ ইঞ্জিনে, সেগুলি ব্যবহার করতে পারেন। Linklicious মত সাইট ভুলেও ব্যবহার করবেন না।
একের অধিকবার পিং(ping) করবেন নাহ।
যে সব কারনে Backlink নথিভুক্ত (index) হয় না
মূলত, ইনডেক্স না হবার জন্য হোস্ট সাইট আর বাজে বা স্প্যাম কমেন্টদায়ী।- হোস্ট পোস্ট অনেক পুরনো হলে,
- সাইট পেনাল্টি তে থাকলে,
- ওয়েবপেজ নো-ইনডেক্স (no index) করা থাকলে,
- ভিসিটর না থাকলে,
- ডুপ্লিকেট কমেন্ট হলে,
কিভাবে আপনার লিংকগুলো স্প্যাম হবার হাত থেক বাঁচাবেন? ( How to Not Become a Link Spammer? )
- শুধুমাত্র লিংক পাবার আশায় কমেন্ট করবেন না, কমিউঁনিটিকে কিছু দিতে চেষ্টা করেন।
- ফোরামে যোগ দিয়ে লিংক দিয়ে পালিয়ে যাবেন না, মাঝে মাঝে আসবেন।
- প্রোফাইল ব্যাকলিংক ১০০% করুন।
- একি কন্টেট বার বার দিবেন না।ব্লা ব্লা......
- একি অ্যাংকর ট্যাগ সব যায়গায় ব্যবহার পরিহার করুন।
- নেকেড (যেমনঃ https://lut4raman.blogspot.com/) সরাসরি ব্যবহার করুন।
- ভাল সাইটে লিংক করুন, বাজে স্প্যামি, দর্শক ছাড়া সাইটে লিংক করবেন না।
- একদিনে, অনেক লিংক করা থেকে বিরত থাকুন।
শেষ কথাঃ
প্রোফাইল বা ফোরাম ব্যাকলিংক ইনডেক্স না হলে আমাকে দোষ দিবেন না।হয়তো, স্প্যামের কারণে অনেক আগেই ওগুলি গুগলে ব্ল্যাকলিস্টেড। এক্ষেত্রে, এস্রেফ থকে কম্পিটেটরদের ব্যাকলিংক লিস্ট নামিয়ে, ওদের পথে হাঁটুন।
পরিশেষে, কিছু বলতে মনে চাইলে বলে যাবেন, ১ মিনিট লাগে না কমেন্ট করতে। ধন্যবাদ, আবার আসবেন।
লুতফর ভাই, ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল।
ReplyDeleteএক বড় ভাই বলেছিল, ব্যাকলিঙ্ক ছাড়া রাঙ্ক করা যায়, এত কষ্ট করে লিঙ্ক বানানোর দরকার কি?