স্বাগতম লুতফর রাহমান এর সাথে  " Learn SEO with Lutfor Rahman কী-ওয়ার্ড রিসার্চ পার্ট -১ " এ । এটি " Learn SEO with Lutfor Rahman " শিরোনামের চেইন টিউটোরিয়াল এর তৃতীয় পর্ব , যাতে আমরা বাংলা ভাষায় এসইও শিখবো। আশা করি আপনাদের ভালো লাগবে । যারা দ্বিতীয় পর্বটি পড়েন নি তারা পরে নিন ।। পূর্বের পর্ব । 

দ্বিতীয় পর্বঃ  Learn SEO With Lutfor Rahman - সার্চ ইঞ্জিন কি ও কিভাবে কাজ করে
যা থাকছে এই পর্বে । 
Keyword Research Part-1 | কী-ওয়ার্ড রিসার্চ পার্ট -১

    • কী-ওয়ার্ড কি ?  
    • কী-ওয়ার্ড রিসার্চ কি?  
    • কী-ওয়ার্ড ব্যবহার [ কোথায় করবেন? কিভাবে করবেন?]

      এই পর্বে জেনে নিন  কী-ওয়ার্ড কি ? ও তার ব্যবহার-

      কী-ওয়ার্ড

      আমার সার্চ ইঞ্জিন এ যে সকল শব্দ লিখে সার্চ দেই সেটাই কি ওয়ার্ড । গুগল এ গিয়ে সার্চ দিলেন - 3g Package bd তা হলে এই  3g Package bd ই হল কী ওয়ার্ড।


       কী-ওয়ার্ড রিসার্চ কি?

      কি ওয়ার্ড রিসার্চ সম্বন্ধে নিচের পয়েন্ট গুল পড়ুন ও বোঝার চেষ্টা করুন।

      • মুলত কী-ওয়ার্ড রিসার্চ কোন কী-ওয়ার্ড দিয়ে মানুষ সাধারানত সার্চ করে সেটা ও ঐ কী-ওয়ার্ড এর অনুপাত ও প্রতিযোগিতা এবং সম্ভবনা যাচাই করার প্রক্রিয়া ।
      • সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কী-ওয়ার্ড মৌলিক বিষয়
      •  বিভিন্ন টুলস দিয়ে কী-ওয়ার্ড রিসার্চ করা হয় ।

      কী-ওয়ার্ড রিসার্চ গুরুত্

      • বলতে গেলে অনপেজ SEO সম্পূর্ণ টুকুই কী-ওয়ার্ড রিসার্চ এর উপর নির্ভর করে ।
      • কী-ওয়ার্ড রিসার্চ ছাড়া কোন পোস্ট উদ্দেশ্যবিহীন ও মূল্যহীন।
      • কী-ওয়ার্ড রিসার্চ ছাড়া অন্য SEO টার্ম ব্যবহার করলে ভালো ফল পাবেন না। 
      • আবার কী-ওয়ার্ড ঠিক মতো নির্বাচন না করলে ভিজিটর পাবেন কিন্তু আপনার পণ্য বিক্রয় হবে না ।  
       

      কী-ওয়ার্ড ব্যবহার

      কোথায় করবেন বা করব ? এই প্রশ্ন , এতক্ষণে নিশ্চয় এই প্রশ্ন আপনার মাথায় এসেছে। প্রথমে ব্জানুন কোথায় করতে হবে। কী-ওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক গুলো টুলস আছে। নিচে এদের লিস্ট দেওয়া হল।

      এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল । গুগল Keyword Planner - Google AdWords . 

      কী-ওয়ার্ড রিসার্চ টুলস

      • Keyword Planner - Google AdWords
      • SEM Rush
      • Spyfu
      • Word Stream KeywordGoogle Trends
      •  Keyword Spy ইত্যাদি ।

      কি ভাবে কি ওয়ার্ড রিসার্চ করা হয়?? 


      কি ভাবে কি ওয়ার্ড রিসার্চ করা হয় এটা বুঝতে হলে আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে। কি ওয়ার্ড রিসার্চ তো শিখব আসুন কি ওয়ার্ড আগে রিসার্চ যে যে বিষয় গুলো জানতে হবে । 


      পরবর্তী পর্বঃ - 

      1 comment

      1. Anonymous4:08 AM

        Thanks ,,,, Waiting For Next Post's

        ReplyDelete

      Popular Posts