স্বাগতম লুতফর রাহমান - এর সাথে Learn SEO With Lutfor Rahman এর   প্রথম ক্লাসে .

যা থাকছে - —


সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী ?
—সার্চ ইন্জিন অপটিমাইজেশন কেন দরকার ?
—কেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা হয় ?
—কিভাবে সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা হয় ?

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী ?

  • —SEO বা সার্চ ইন্জিন অপটিমাইজেশন হল কিছু বিশেষ নিয়মনীতি বা টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। 
  • —সহজভাবে বলতে - SEO করা হয় কোন কোম্পানীর বা ওয়েবসাইট বা পণ্যের অধিক প্রচারের জন্য। 


সার্চ ইন্জিন অপটিমাইজেশন কেন দরকার ? 
  • —সাইটের ভিজিটর বৃদ্ধি করা। 
  • — আর প্রচারেই প্রসার । 
  • —ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা ।
  • ই-কমার্স সাইট এর বিক্রয় বৃদ্ধি ।


সার্চ ইন্জিন অপটিমাইজেশন – প্রকারভেদ 
  • —অন-পেজ অপটিমাইজেশন
           - ঐ ওয়েবসাইটে পোস্ট ও  HTML এর মধ্যে করা হয় ।
          - —অন-পেজ অপটিমাইজেশন সম্পূর্ণ ওয়েব মাস্টার বা পোস্ট রাইটার এর ক্ষমতার মধ্যে ।
  • —ওফ-পেজ 
        - অন্যের ওয়েবসাইটে এ করা হয় ।
        - এটা সম্পূর্ণ ওয়েব মাস্টার বা পোস্ট রাইটার এর ক্ষমতার মধ্যে নয় ।


ক্যারিয়ার হিসেবে এসইও 
  • —বিভিন্ন মার্কেটপ্লেসে পর্যাপ্ত কাজ । 
  • —নিজের ব্লগে করে মাসে - ১০০ ডলার থেকে ১০০০ডলারের মত আয় করা যায়। 
  • —লেখা-পড়ার তেমন ক্ষতি হয় না ।

No comments

Popular Posts