নিশ ওয়েবসাইট SEO কিভাবে করবেন? Learn SEO With Lutfor Rahman
নতুন niche website তৈরি করে SEO করতে চাচ্ছেন? কাজটা কিছুটা কঠিন, but মজার। আসুন দেখে নেই কিভাবে আপনার নতুন নিশ ব্লগ বা niche website টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন। 




শুরুঃ 

গত মাসের শুরুতে, আমি এই ইউরোপীয় শিক্ষা পরামর্শদাতার জন্য guest blogging শুরু করি, যে ওয়েবসাইটটি ইউরোপীয় উত্তর সাইপ্রাসের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি এবং আন্তর্জাতিক ছাত্র বৃত্তি অর্জনে সহায়তা করে।

আগে, তারা  প্রথাগত অফলাইন পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছিল, তবে তারা 2015 এর প্রথম দিকে অনলাইনে আসে। 

কিন্তু তারপরের কিছুই তাদের প্রত্যাশা অনুযায়ী হয় নি, কারণ 6 মাসের অনলাইনে ব্যবসা করার চেষ্টা করে, তারা ইন্টারনেট থেকে তেমন সফলতা পায় নি। সুতরাং তারা এসইও এর মাধ্যমে তাদের ওয়েবসাইটটি অপ্টিমাইজ করার জন্য LinkedIn এ seo expart খুজছিল।

 আমি আমার পোর্টফলিও সাবমিট করি,ঘটনাক্রমে, আমি তাদের সাথে কাজ করার সুযোগ পাই। 

এই সময়ে, আমি তাদের যোগাযোগ করেছিলাম, ফলে আমাকে ট্র্যাফিকের লিভারেজ জন্য + সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার কাজ দেয়া হয়। আমার টীমে মোট ৩ জন নেয়া হয়। 

সেখানে, নেয়া পদক্ষেপগুল হল...


5 Best SEO Practices to Optimize a Niche Website...

আমরা পাঁচটি প্রধান এসইও কৌশলের উপর কাজ করেছি, আমাদের terget অরগানিক ট্রাফিকে কমপক্ষে 1000+/day তে উন্নতি এবং ৭ টি keyword এ রাঙ্ক করা।

 নীচে আমদের নেওয়া কৌশল ব্যাখ্যা করেছি এবং আমরা কেন এটি করেছি।


1) Comprehensive Keyword Research and Customer Persona:

  • বিগত বছর গুলিতে গুগলের অনেকগুলি algorithm হয়েছে, যাতে তারা কেবলমাত্র সঠিক কী-ওয়ার্ডিংয়ের উপরই নয় বরং কীওয়ার্ড অভিপ্রায়েও ফোকাস করে। সুতরাং, Searcher Intend বুঝে মাঠে নামা উচিত।  


2) Link Building Campaign:
Link Building Campaign:

  • লিংক বিল্ডিং ক্যাম্পেইনটি এসইও কৌশল 3 নং ধাপের এর সাথে perform করা উচিত।
  • যেহেতু, লিঙ্ক এর বয়স ও একটি রাঙ্কিং ফ্যাক্টর সেহেতু সেটা মাথায় রাখা উচিত। 
  • Niche রিলেটেড সাইট গুলিতে লিঙ্ক বিল্ডিং এ মনোযোগ দেয়া উচিত। 
  • লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করতে, https://monitorbacklinks.com/seo-tools/free-backlink-checker আর https://www.linkody.com/  ব্যবহার করতে পারেন। 



3) Content Development:

  • লিঙ্ক বিল্ডিং এর সাথে সাথে Content তৈরি করা বেশ, ঝামেলার মনে হলেও আমি মনেকরি এটা করা ভাল। কারণটা, আগেই বলেছি।
  • কন্টেন্ট লিখার সময়, গুগলের নতুন ফিচার গুলি, যেমন, rich snippet, quastion and answer section এর কথা মাথার রাখা উচিত। 
  • ভাল কন্টেন্ট না, হলে রাঙ্ক করা খুব ঝামেলার, যদিও দুর্ভাগ্য বশত রাঙ্ক করেন, রাঙ্ক ধরে রাখা সম্ভব হবে না।


4) Social Media and Forum Traffic:

  • এটা অনেক জরুরি, ভিজিটর না পেলে রাঙ্ক করা, আপাতত বেশ ঝামেলার। 
  • Social Media যেমনঃ facebook, twitter, pinterest, redddit থেকে ভাল ভিজিটর পাওয়া যায়। 
  • Forum Posting থেকে ভাল মানের ট্রাফিক পাওয়া যায়। নিস রিলেটেট ফোরাম গুলিতে নিয়মিত পোস্ট করা বাঞ্ছনীয়। 



5) Monitor, Analyze and Repeat:

  • শেষ পার্ট হল মনিটর করা, ভিজিটর কেমন বিহেভ করছে আপনার সাইটে এসে। 
  • bounce rate আর রাঙ্কিং কীওয়ার্ড গুলি নিয়ে কাজ করতে হবে এই ধাপে। 
  • মজার কথা হল গুগল সার্চ কনসোল আর  গুগল এনালাইটিক্স  এ জন্য সবচেয়ে ভাল tool. 

আমাদের সহজ সরল অথচ কার্যকরী SEO ফলাফলঃ 

আমি আগে বলেছিলাম যে আমাদের লক্ষ্য ছিল organic trafic 120 থেকে 1000+ বৃদ্ধি আর ৭টি keyword এ রাঙ্কিং এনে দেওয়া। 

হয়তো, আপনি আগে থেকেই অনুমান করেছেন, আমরা সেই লক্ষ্যগুলি অতিক্রম করেছি।

দুই সপ্তাহের মধ্যে আমরা সামগ্রিকভাবে ওয়েবসাইট সামগ্রীর ট্র্যাফিক বাড়তে থাকে। যার ফলে ২ মাসের মধ্যেই এটি ১০০০+ হয়।

আর দুই সপ্তাহের পর, সব কয়েকটি কীওয়ার্ডের দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় আর,

সেগুল চতুর্থ সপ্তাহের মধ্যে, গুগলের প্রথম পৃষ্ঠায় পাঁচটি 5, 6, 6, 6, এবং 9  আর ২য় পৃষ্ঠায় ১১ তে ২ টি উঠে আসে। 

আর পঞ্চম ও ষষ্ঠ সপ্তাহের মধ্যে সবগুলো ১-৫ এর মধ্যে রাঙ্ক করে। ২য় ধাপে আমাদের লিঙ্ক তৈরি করার প্রয়োজন হয় নি। 


শেষঃ 

আশাকরি আপনি নতুন কিছু জানতে পারেছেন,অনেক তাড়াতাড়ি লেখার কারণে আর উইন্ডোজ ৮.১এ বাংলা লেখার প্যারা নিয়ে, এতটুকু লিখলাম। 

বিশেষ ধন্যবাদ, গুগল ট্রান্সলেটরকে। তার সাহায্যে কিছু লেখা eng লিখে বাংলা করা হয়েছে। 

Popular Posts